রাজস্থলীতে জাল টাকাসহ আটক-১

449

॥ রাজস্থলী প্রতিনিধি ॥

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় জাল টাকাসহ মোঃ সাগর (৪০) কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুন) উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাঙ্গালহালিয়া বাজার হতে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার হোয়াকো গ্রামের শাহ আলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সাগর জাল টাকা নিয়ে বাঙ্গালহালিয়া বাজারে হাটের দিন ঘুরছিলেন। এসময় বাজারে আসা এক স্থানীয় নারী টাকা ভাংতি করতে চাইলে সাগর ভাংতি করে দেয়। পরে ঐ নারী ভাংতি টাকা নিয়ে দোকানে পণ্য ক্রয় করতে গেলে দোকানদার নারী কে বলেন এগুলো জাল টাকা। ঐ নারী আর দেরী না করে বাজারে টহলরত পুলিশ বাহিনীকে বিষয়টি অবগত করলে পুলিশ ঘটনাস্থল থেকে সাগর কে জাল টাকা সহ আটক করে।

এবিষয়ে বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির এসআই মোঃ কামরুজ্জামান বলেন, আটক ব্যক্তির কাছ থেকে বিভিন্ন নোটের ৪০০০ টাকা জব্দ করা হয়েছে। আজ সন্ধ্যায় তাকে চন্দ্রঘোনা থানায় হস্তান্তর করা হয়েছে। বুধবার তাকে রাঙামাটি কোর্টে প্রেরণ করা হবে বলে জানিয়েছে চন্দ্রঘোনা থানা।