॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
“দুধ পানের অভ্যাস গড়ি, পুষ্টির চাহিদা পূরণ করি” প্রতিপাদ্যে মঙ্গলবার সকালে রাঙামাটির নানিয়রচর উপজেলা প্রশাসন চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সদর ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
নানিয়রচর প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে দিবসটির তাৎপর্য তুলে ধরে নানিয়রচর ইউনিয়ন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন- নানিয়রচর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী রহমান তিন্নী। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ অর্জুন দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন- উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা- শুসান্ত চাকমা এবং নানিয়ারচর ইসলামপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ শহিদুল ইসলাম। এসময় বক্তারা বলেন- সুস্থ জাতি গঠনে মানসম্মত দুধের কোন বিকল্প নেই।
প্রকৃতিতে প্রাপ্ত সব খাদ্যের মধ্যে শ্রেষ্ঠতম হচ্ছে দুধ। শিশু বয়সে মস্তিষ্কের বিকাশ সাধনে দুধের প্রয়োজনীয়তা অপরিসীম। দুধ উৎপাদন বৃদ্ধিতে খামারি, উদ্যোক্তা ও গবেষকদের একযোগে কাজ করার আহবান জানান বক্তরা।