।।নানিয়ারচর প্রতিনিধি।।
নানিয়ারচরে বজ্রপাতে মৃত পান্দব রাজ চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে নির্বাহী অফিসার। বৃহস্পতিবার সকালে নিজ কার্যালয়ে মৃত পান্দব রাজ চাকমার স্ত্রী সুখী চাকমাকে নগদ ৫হজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পরিবারের একমাত্র কর্মক্ষম পান্দব চাকমা নিহতের ঘটনায় অচল হয়ে পড়েছে পরিবারটি। এঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। উল্লেখ্য, গত ১লা জুন বজ্রপাতে নিহত হয় ২নং নানিয়ারচর ইউপি সাপমারা ওয়ার্ডের বিমল চাকমার ছেলে ও ২সন্তানের জনক পান্দব রাজ চাকমা।