মুছা মাতব্বরের রোগমুক্তি কামনায় আইমাছড়া ইউনিয়ন আওয়ামীলীগের দোয়া ও মিলাদ মাহফিল

671

|| স্টাফ রিপোর্টার ||

রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর ও তার কন্যা সন্তান করোনা আক্রান্ত হওয়াতে তাদের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে বরকল উপজেলার ৩নং আইমাছড়া ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (০৩ জুন) আছরের নামাজের পর কলাবুনিয়া বাজারে উক্ত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বরকল উপজেলা আওয়ামিলীগের উদ্যোগে ও সার্বিক সহযোগিতায় বরকল উপজেলার অন্যান্য ইউনিয়নের ন্যায় আইমাছড়া ইউনিয়নে দোয়া ও মাহফিল আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বরকল উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ নাছির উদ্দীন মহারাজ,বআইমাছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আলম জমাদ্দার, সাধারণ সম্পাদক গণেশ মজুমদার, বরকল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানসহ ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগ এবং স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ। মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন মোঃ মোতালেব মিয়া।