বরকল উপজেলা সদরের রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখার উদ্যোগ

370

॥ বরকল প্রতিনিধি ॥

আর.ই.এম.পি ২ প্রকল্পের আওতায় এলজিইডির গ্রামীণ জনপদে কর্মরত মহিলা কর্মীদের উপজেলার সদরের রাস্তা পরিচ্ছন্ন রাখতে নির্দেশনা দেন উপজেলা প্রকৌশলী ড. মোঃ জিয়াউল ইসলাম মজুমদার। বিভিন্ন গ্রামীণ সড়কের রক্ষনাবেক্ষনে যথাযথ কাজ করার জন্য দুঃস্থ মহিলা কর্মীদের তাগিদ দেন। তাদের আর্থ-সামাজিক উন্নয়ন কাজে সহায়তা দেবেন বলেও আশ্বাস দেন। এছাড়া সকলকে সঞ্চয়ী মনোভাব হবার পরামর্শও দেন তিনি।

সরকারের দারিদ্র্য বিমোচন কর্মসুচীর আওতায় প্রতিদিন প্রত্যেক মহিলা কর্মী কাজের বিনিময়ে ২৫০ টাকা ভাতা পেয়ে থাকেন। বরকল উপজেলার ৫টি ইউনিয়নে ১০জন করে মোট ৫০জন মহিলা কর্মী গ্রামীণ জনপদে রাস্তঘাট রক্ষনাবেক্ষনের কাজে নিয়োজি আছেন।