জুরাছড়ি প্রতিনিধি
জুরাছড়ি উপজেলার এক পাড়া কারবারীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত নয়টার পরপরই তার নিজ বাড়ির আঙ্গিনায় এই পাড়া কারবারীকে গুলি করে হত্যা করা হয়। নিহত কারবারীর নাম পাথর মনি চাকমা(৫২) তিনি লুলংছড়ি গ্রামের কারবারী ছিলেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে খাওয়া দাওয়ার পর আঙ্গিনায় গল্প গুজব করছিলেন। গল্পশেষে সবাই উঠে গেলে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন কারবারি পাথরমণি। হঠাৎ একদল দুর্বৃত্ত অস্ত্র নিয়ে আঙ্গিনায় প্রবেশ করে খুব কাছ থেকে তাকে গুলি করে পালিয়ে যায়। পরিবারের অন্য সদস্যরা এ সময় ঘরের ভিতরে ছিল। গুলির শব্দে তারা বের হয়ে এলে কয়েকজন লোককে দ্রুত পালিয়ে যেতে দেখে। তখন পাথরমনি চাকমার লাশ আঙ্গিনায় গড়াগড়ি খাচ্ছিল। অল্প সময়ের ব্যবধানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাৎক্ষনিকভাবে আততায়ীদের পরিচয় জানা যায়নি। জুরছড়ি থানা পুলিশ জানিয়েছে, ঘটনার সংবাদ তারা পেয়েছেন। তবে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি। থানাসূত্র জানায়, ওই এলাকায় একটি ক্যাম্প রয়েছে, তবে জুরাছড়ি থানা থেকে একদল পুলিশ লাশ উদ্ধারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।