কেন্দ্রীয় সম্মেলন ঘিরে লংগদুতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি রাসেলের সাংগঠনিক সফর

1099

॥ স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে সাংগঠনিক সফর করেছেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রাঙামাটি জেলা কমান্ড কাউন্সিলের সভাপতি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও আসন্ন সম্মেলনে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রার্থী মোঃ রাসেল তালুকদার।

শনিবার ও রোববার ২দিনব্যাপি লংগদু উপজেলায় সাংগঠনিক সফরে তার সফরসঙ্গী হিসেবে ছিলেন জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাইন উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক আবু তাহের। এসময় লংগুদু উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হযরত আলী মেম্বার, উপজেলা আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম সদস্য-সচিব মোঃ আলী আহাম্মদ, সদস্য- আমিনুল হক সাহিন আলম ইসতিয়াক ও স্থানীয় নেতৃবৃন্দদের নিয়ে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের ঘরে ঘরে গিয়ে সংগঠনের সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হয়। এরপর নেতৃবৃন্দদের নিয়ে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান বারেক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও লংগুদুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় সভাপতি মোঃরাসেল তালুকদার বলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর চেয়ারম্যান সোলায়মান মিয়ার নেতৃত্বে সাড়া বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা সন্তানেরা আজকে ঐক্যবদ্ধ তাই মুক্তিযোদ্ধা পরিবারের ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

তিনি আরো বলেন- মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকাকালীন বীর মুক্তিযোদ্ধা পরিবারের ৭ দফা দাবি বাস্তবায়ন দেখতে চাই আমরা বীর মুক্তিযোদ্ধা সন্তানেরা। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আসন্ন জাতীয় সম্মেলনে মোঃ রাসেল তালুকদার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী। তাই তিনি বাংলাদেশের সকল বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধার সন্তানদের কাছে দোয়া চেয়ে আরো বলেন যে, আমাকে একবার যদি সুযোগ দেওয়া হয় মানুষের সেবা করে বীর মুক্তিযোদ্ধার পরিবারের জন্য সুনাম অর্জন করবো। উল্লেখ্য- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রার্থী মো. রাসেল তালুকদার করোনাকালীন সময়ে ব্যক্তি উদ্যোগে অসংখ্য সাধারণ মানুষ ও মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছেন।