রাজস্থলী-চন্দ্রঘোনা সড়কে মোটরসাইকেল ও চাঁদের গাড়ীর মুখোমুখি সংর্ঘষঃ নিহত-১ আহত-২

455

|| রাজস্থলী প্রতিনিধি ||

রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া শফিপুর আবাসিক এলাকায় রাজস্থলী-বাঙ্গালহালিয়া সড়কে মটরসাইকেল ও চাঁদের গাড়ীর মুখোমুখি সংর্ঘষের ঘটনায় উক্যাচিং মারমা ( ১৮) নামের স্কুল পড়ুয়া নবম শ্রেণির ছাত্রী নিহত হয়েছে। দূর্ঘটনায় আরো ২ জন গুরুতর আহত হয়েছেন। তারা হলেন মোটরসাইকেল চালক কাঞ্চন তনচংগ্যা (২৬) ও মাওয়াচিং মারমা (২০)।

শুক্রবার সকাল ০৮ঃ৩০ মিনিটের দিকে উপজেলার বাঙ্গালহালিয়া শফিপুর এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। রাজস্থলীর চন্দ্রঘোনা সড়কে বিপরীত থেকে আসা চাঁদের গাড়ী ও মোটর সাইকেল মুখোমুখি সংর্ঘষ হলে ঘটনাস্থলে উক্যাচিং মারমা নামে স্কুল ছাত্রী নিহত হন। এ ঘটনায় বাইক চালক ও আরেকজন নারী যাত্রী আহত হয়েছেন। নিহত উক্যাচিং মারমা বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের মংবাচিং মারমার মেয়ে বলে জানা যায়। সে কাপ্তাই উপজেলাধীন চিৎমরম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী।

চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী জানান, ঘটনা শুনেছি, সকালে ঘটনার পর পর ঘটনাস্থে পুলিশ পাঠানো হয়েছে। তাদের কে উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার উক্যাচিং মারমাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় চাঁদের গাড়ী চালক পালিয়ে যায়। ঘটনায় নিহতের লাশ ময়না তদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েচগে এবং ব্যাপারে মামলার প্রক্রিয়াধীন রয়েছে।