|| স্টাফ রিপোর্টার ||
২৬জুন “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস” উদযাপন উপলক্ষ্যে রাঙামাটি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও বাংলাদেশ শিশু একাডেমি রাঙামাটি জেলা কার্যালয়ের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে শিশু একাডেমি মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় রাঙামাটি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান শরিফ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অর্চনা চাকমা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক শিবনাথ কুমার সাহা, সহকারি উপ-পরিদর্শক লিটন কুমার নন্দীসহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার পর অংশগ্রহণকারী সকল শিশুর হাতে অতিথিরা শুভেচ্ছা পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের আগামী ২৬ জুন দুপুর ১২টায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে পুরস্কার বিতরণ করা হবে।