করোনায় কাউখালী উপজেলা চেয়ারম্যান মাতার মৃত্যু

377

॥ কাউখালী প্রতিনিধি ॥

করোনায় আক্রান্ত হয়ে কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যানের মাতা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। বুধবার (১৬জুন) ভোর রাত্রে তিনি মারা যান বলে পারিবারিক সুত্রে জানানো হয়েছে।

কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহার মাতা হোসনে আরা বেগম(৮৩) গত বেশ কিছুদিন যাবত জ্বরে ভুগছিলেন। পরে স্থানীয়ভাবে তার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজেটিভ আসে। এক পর্যায়ে তার শাররীক অবস্থার অবনতি হলে গত ১২দিন পুর্বে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হচ্ছিল।

বুধবার যোহরের নামাজের পর বেতবুনিয়া জামে মসজিদ মাঠে তার জানাজা শেষে বেতবুনিয়া কবরস্থানে তাকে দাফন করাহয়। মৃত্যুকালে তিনি ৫ মেয়ে, ৩ ছেলে ও অসংখ্য নাতি নাতনি রেখে যান। তার বড় ছেলে মোঃ নজরুল ইসলাম চৌধুরী রাঙামাটি আব্দুল আলী একাডেমির প্রধান শিক্ষক, মেজ ছেলে মোঃ সামশু দোহা চৌধুরী বর্তমানে আওয়ামী লীগ কাউখালী উপজেলা শাখার সহ-সভাপতি ও কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান, ৩য় ছেলে মোঃ খায়রুল বশর চৌধুরী (খোকন) একজন ব্যাবসায়ী।

মরহুমার মৃত্যুতে কাউখালী উপজেলার বিভিন্ন সংগঠনের পক্ষ হতে গভীর শোক জানান। তার মধ্যে কাউখালী উপজেলা প্রেস ক্লাব নেতৃবৃন্দ, বাংলাদেশ আওয়ামীলীগ কাউখালী উপজেলা শাখা ও সহযোগি সংঘঠন, বেতবুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগ, বেতবুনিয়া বাজার কমিটিসহ বিভিন্ন সংগঠন।