॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি: রাঙামাটি শহরে জেলা প্রশাসকের নির্দেশে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২২জুন) দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পর্যটক রাখার দায়ে হোটেল জেরিন আবাসিক-কে পাঁচহাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও মাস্ক না পড়ার দায়ে দু’ব্যক্তিকে দুইশো টাকা জরিমানা এবং হেলমেট না পড়ার কারণে এক ব্যক্তিকে পাঁচশো টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, রাঙামাটি জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান।
ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান বলেন, জেলা প্রশাসকের নির্দেশে আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। করোনা সংক্রমণ ঠেকাতে মূলত আমাদের এ অভিযান। তিনি আরও বলেন, পর্যটক ভ্রমণ রাঙমাটিকে নিষেধাজ্ঞা রয়েছে। তারপরও পর্যটকরা ঢুকে পড়ছে। যে কারণে আমাদের তৎপরতা বাড়াতে হয়েছে। আজও একটি হোটেলকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছি।
রাঙামাটিসহ দেশব্যপী আবারও বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা, তাই করোনা সংক্রামণ রোধে স্বাস্থ্যবিধি মানাতে ও মাস্ক নিশ্চিতে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে।