নানিয়ারচরে সড়ক দুর্ঘটনায় আহত-১

365

॥ নানিয়ারচর প্রতিনিধি ॥

নানিয়ারচরে অটোরিক্সা (সিএনজি) নিয়ন্ত্রণ হারিয়ে ১জন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৬ জুন) দুপুরে রাঙামাটি খাগড়াছড়ি সড়কে উপজেলার বগাছড়ি ৩রাস্তার মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি (চট্টগ্রাম থ- ১২৯৮২৭) উল্টে পড়ে এই দূর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা। এই ঘটনায় রাঙামাটির বাসিন্দা যাত্রী সজিব চাকমা (২৬) গুরুতর আহত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নানিয়ারচর থেকে রাঙামাটি সদরে যাওয়ার পথে বগাছড়ি ঢালু সড়কে নামার সময় যান্ত্রিক ত্রুটির ফলে নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনা ঘটেছে। স্থানীয়রা দ্রুত আহত সজিবকে উন্নত চিকিৎসার জন্য রাঙামাটি সদর হাসপাতালে প্রেরণ করেন। এই ঘটনায় সিএনজি চালক বেবিলন চাকমা (৩০) রাঙামাটি সদর উপজেলার বাসিন্দা।

এদিকে স্থানীয়রা জানান, রাস্তার মাথা এলাকায় ইদানীং সড়ক দূর্ঘটনা বেড়েই চলেছে। ফিটনেস ও লাইসেন্সহীন গাড়ি চলাচলকে দায়ী করছেন স্থানীয়রা। করোনাকালীন সময়েও চালক বেবিলন ৪জন যাত্রী নিয়ে গাড়ি চালাচ্ছিলেন।