|| অর্ণব মল্লিক, কাপ্তাই ||
কাপ্তাই উপজেলায় ১ দিনে সর্বোচ্ছ ৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। রবিবার (২৭ জুন) রাঙামাটি পিসিআর ল্যাব থেকে আসা রিপোর্টে এই তথ্য জানানো হয়।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনার ফোকাল পার্সন ও আবাসিক মেডিক্যাল অফিসার ডা: ওমর ফারুক রনি জানান, রাঙ্গামাটি পিসিআর ল্যাবে পাঠানো কাপ্তাই উপজেলা থেকে ২৫ জনের নমুনার মধ্যে ৯ জনেরই করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
দিন দিন কাপ্তাইয়ে করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় তিনি সকলকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ জানিয়েছেন। এদিকে করোনা পজিটিভ আসা ৯ জন রোগী কাপ্তাইয়ের বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।