।। মাহাদী বিন সুলতান ।।
“লেবু জাতীয় ফসল সম্প্রসারণ, ব্যাবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি” প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি বিভাগের হল রুমে বিভিন্ন এলাকার কৃষককে প্রশিক্ষণ প্রদান করেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ টিপু সুলতান।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ৪টি ইউনিয়নের ৩০জন কৃষকের মাঝে দিনব্যাপী প্রশিক্ষণ ও কৃষি উপকরণ এবং পূর্বে প্রশিক্ষণ প্রাপ্ত ১৫০জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। এসব উপকরণের মধ্যে লেবু জাতীয় মাল্টা চারা, স্প্রেয়ার, সিকেচার ও বাডিং নাইফ বিতরণ করা হয়।
কৃষিবিদ টিপু সুলতান বলেন, কৃষকদের মাঝে লেবু জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উদ্বুদ্ধকরণে উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। লেবু জাতীয় ফসল রোপনের দুই থেকে তিন বছরের মধ্যে ভালো ফল আশা করা যায়। স্বল্প সময়ে তাই পাহাড়ি জমিতে লেবু চাষ একটি লাভজনক ফসল। এসময় অফিস সংশ্লিষ্ট এবং সুবিধাভোগী ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।