জুরাছড়িতে দূর্যোগ মোকাবেলায় আগাম শিশু খাদ্য বিতরণ

375

॥ জুরাছড়ি প্রতিনিধি ॥

শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে নিয়মিত পুষ্টিগুন সম্পন্ন খাদ্য খাওয়ার জন্য শিক্ষকদের পরামর্শ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ। তিনি আর বলেন, প্রধানমন্ত্রীর সু দক্ষ নেতৃত্বে শিশুদের পুষ্টিগুন সম্পন্ন মানবিক সহায়তা প্রদান দিয়ে যাচ্ছে,যাহাতে শিশুরা মেধাকে বিকাশ ঘটিয়ে ভবিষ্যতে দেশ এবং জাতির কল্যাণে এগিয়ে আসতে পারেন।

প্রধানমন্ত্রীর বিশেষ মানবিক সহায়তা হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ ২৯ জুন ২০২১ মঙ্গলবার জুরাছড়ি উপজেলায় ১০ টি প্রাথমিক বিদ্যালয়ে ১০০ জন কোমলমতি শিশুদের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়। বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা,উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ,ভাইস চেয়ারম্যান রিটন চাকমা,রির্সোস কর্মকর্তা মোরশেদুল আলম এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।