কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে নানিয়ারচরে অব্যাহত ভ্রাম্যমাণ আদালত

382

।। মাহাদী বিন সুলতান ।।

করোনার ভয়াবহ পরিস্থিতিতে চলমান কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে নানিয়ারচরে অব্যাহত ভ্রাম্যমান আদালত পরিচালনা এবং শতভাগ মাস্ক নিশ্চিত করতে মাস্ক বিতরণ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার সকাল ১১টায় উপজেলা সদর, ইসলামপুর ও বগাছড়ি এলাকায় জনসমাগম রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং সতর্কতামূলক প্রচারাভিযান চালিয়েছেন নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী।

অভিযান পরিচালনাকালে মাস্ক ছাড়া চলাচল করায় ১৮৬০ এর ২৬৯ ধারা অনুযায়ী ৮জন কে ১০০০টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার জুম্মায় কঠোর লকডাউনে মসজিদে মসজিদে শতভাগ মাস্ক নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধিদের মাঝে মাস্ক বিতরণ করেন শিউলি রহমান। মাইকিং প্রচারণা, জনসাধারণকে মাস্ক বিতরণ, পাহাড়ি ঝুঁকিপূর্ণ এলাকাসমূহ পরিদর্শন ও এসব পরিবারকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানান নির্বাহী অফিসার।

উপজেলা সূত্রে জানা যায়, মুসলিম অধ্যুষিত এলাকার প্রতিটা মসজিদে জনপ্রতিনিধিদের মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়েছে। এসময় মোহাম্মদ আলী সোহেলসহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।