।। নানিয়ারচর প্রতিনিধি ।।
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে নানিয়ারচরে গৃহ ও ভূমিহীনদের জন্য নির্মাণাধীন ঘর পরিদর্শন করলেন রাঙামাটি ডিসি। শনিবার বিকালে উপজেলার বগাছড়ি ও বুড়িঘাট এলাকার নির্মাণাধীন ঘরসমূহ পরিদর্শন করেন, রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মজানুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রানী রায়, উপ-পরিচালক স্থানীয় সরকার (অতিরিক্ত দায়ীত্ব) মোঃ আল মামুন মিয়া, নানিয়ারচর ইউএনও শিউলি রহমান ও সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ্জ জোহরা উপমা প্রমূখ।
এসময় জেলা প্রশাসক সুবিধাভোগী পরিবার সমূহের খোঁজ খবর নেন এবং ঘর পেতে কোন প্রকার আর্থিক লেনদেন হয়েছে কিনা জানতে চান। এবিষয়ে জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও মাননীয় প্রধাণমন্ত্রীর অঙ্গীকার ছিল যে বাংলাদেশের একটি মানুষ ও গৃহহীন থাকবে না। তারই ধারাবাহিকতায় সারাদেশে গৃহহীন ও ভূমিহীন পরিবার পাচ্ছে একটি পাকা ঘরসহ বন্দোবস্তকৃত ভূমি।
নানিয়ারচরে যে ঘরগুলো দেখেছি যথেষ্ট ভাল লেগেছে। উল্লেখ্য, নানিয়ারচর উপজেলায় প্রথম পর্যায়ে ৩১টি ঘর এবং ২য় ধাপে ৩০টি ঘর বরাদ্দ হয়েছে। এর আগে ২৩জানুয়ারি ২৮টি ও ২১জুন ৩টি ঘর প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধন করেন এবং চাবি ও এর সনদ হস্তান্তর করা হয়। এছাড়াও আগামী ১৭জুলাই নির্মাণাধীন ৩০টি ঘর ভূমি ও গৃহহীন পরিবারসমূহকে বুঝিয়ে দেওয়া হবে।