নানিয়ারচরে করোনায় নিঃস্বার্থে কাজ করছে আনসার ও ভিডিপি সদস্যরা

426

।।নানিয়ারচর প্রতিনিধি।।

জনসাধারণকে করোনার সতর্কতা, সামাজিক দুরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করা জন্য দিন রাত কাজ করে যাচ্ছে নানিয়ারচরের আনসার ও ভিডিপি সদস্যরা। কঠোর লকডাউন ঘোষনার পর ১লা জুলাই থেকে উপজেলার ইসলামপুর বউ বাজার, বগাছড়ি ও বুড়িঘাট বাজারে আনসার এবং ভিডিপি’র কার্যক্রম চলমান রয়েছে।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা আনসার কোম্পানি কমান্ডার খোরশেদ আলম বলেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আনোয়ার জাহেদ স্যারের নির্দেশনা মোতাবেক করোনাকে ঠেকাতে নানিয়ারচরে বিভিন্ন পয়েন্টে ৯টি টিম কাজ করছে। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের বিশেষ সূত্রে জানা যায়, ইসলামপুরে ভিডিপির পিসি জাহাঙ্গীর আলম, জালাল উদ্দিন ও সুলতান আলীর তত্বাবধানে তিনটি টিম কাজ করছে।

বগাছড়িতে পিসি সৈয়দ ও খোরশেদ আলমের তত্বাবধানে ২টি টিম এবং বুড়িঘাটে পিসি নুরুল হক, মিন্টু মিয়ার তত্বাবধানে ৪টি টিম কাজ করে যাচ্ছে। বগাছড়িতে নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য জানায়, বিভিন্ন এলাকা থেকে অনেক যানবাহণ আসে। প্রতিদিন অনেক মানুষের সাথে কথা বলতে হয়। মানুষকে করোনার সতর্কতার কথা বলছি, মাস্ক পরিধানের জন্য বলছি।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আনোয়ার জাহেদ বলেন, নানিয়ারচর উপজেলার করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে, প্রাদুর্ভাবজনিত পরিস্থিতি মোকাবিলায় এবং সরকারের ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে আনসার ও ভিডিপির সদস্যরা দায়িত্ব পালন করছে। তিনি আরো জানান, করোনাকে ঠেকাতে জনসমাগম এড়ানো, সামাজিক দুরত্ব বজায় রাখতে এবং মাস্ক পরিধান নিশ্চিত করতে নানিয়ারচরে আনসার ও ভিডিপির ৯টি টিম বিভিন্ন পয়েন্ট কাজ করছে। তারা প্রতিদিন সকাল ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত দায়িত্ব পালন করেছে।