আমন আবাদ বৃদ্ধির লক্ষ্যে নানিয়ারচরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

381

।।মাহাদী বিন সুলতান।।

২০২০-২০২১ অর্থবছরে কৃষি প্রণোদনা ও কৃষি পুর্নবাসন কর্মসূচির আওতায় আমন আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে নানিয়ারচর কৃষি বিভাগ। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এই বীজ ও সার বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।

সোমবার (০৫ জুলাই) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নানিয়ারচর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলার ৪টি ইউনিয়নের সুবিধাভোগী ৫০জন কৃষকের মাঝে ৫কেজি হারে উচ্চ ফলনশীল ধান বীজ ও ১০কেজি ডিএপি এবং ১০কেজি এমওপি সার বিতরণ করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, তালিকাভুক্ত উপজেলার ৪টি ইউনিয়ন হতে ৫০জন কৃষককে আমন ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ টিপু সুলতান, ভেটেরিনারি সার্জন ও ভারপ্রাপ্ত উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. অর্জুন দেবনাথ প্রমূখ।