করোনা প্রতিরোধে সচেতনতামূলক অভিযান অব্যাহত রেখেছে নানিয়ারচর পুলিশ

373

।। নানিয়ারচর প্রতিনিধি ।।

বিশ্ব মহামারী করোনাভাইরাস মোকাবেলায় সরকার ঘোষিত সপ্তাহব্যাপী কঠোর লকডাউনে সচেতনতামূলক অভিযান অব্যাহত রেখেছে নানিয়ারচর থানা পুলিশ। সোমবার সকালে করোনা ভাইরাস সংক্রামণ সম্ভাব্য গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগম পূর্ণ নানিয়ারচর উপজেলা সদর, ইসলামপুর মধ্যপাড়া ও বউ বাজার এলাকায় সচেতনতামূলক প্রচারণা অভিযান পরিচালনা করেন, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান।

এসময় সাব্বির রহমান ও পুলিশ সদস্যগণ দোকানপাট বন্ধে ও বিনা প্রয়োজনে স্থানীয়দের ঘর থেকে বের হতে নিষেধ করেন। জরুরী প্রয়োজনে মুভমেন্ট পাশ নিয়ে বের হওয়ার আহ্বান জানান। বিশেষ প্রয়োজনে পুলিশের সেবা নিতে সঙ্কোচ না করারও তাকিদ দেন এই পুলিশ কর্মকর্তা।

এবিষয়ে মোঃ সাব্বির রহমান বলেন, জনসাধারণকে সরকারী বিধি-নিষেধ মানতে ও লকডাউন বাস্তবায়নে নানিয়ারচর থানা সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবে। যতদিন করোনা মহামারি থাকবে পুলিশ সদস্যগণ জনসাধারণের নিরাপত্তায় কাজ করে যাবে। সতর্কতামূলক অভিযান পরিচালনাকালে এএসআই শুকান্ত, আলমগির ও স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।