কাপ্তাইয়ে ঝড় বৃষ্টির মধ্যেও কাপ্তাই থানা পুলিশের জনসচেতনতামুলক প্রচারণা

390

|| কাপ্তাই প্রতিনিধি ||

কাপ্তাইয়ের কেপিএম আবাসিক এলাকাসহ বিভিন্ন জায়গায় করোনা সংক্রমণ রোধে এবং সরকার ঘোষিত লকডাউন কার্যকরে ঝড় বৃষ্টি উপেক্ষা করে জনসচেতনতামুলক প্রচারণা ও মাস্ক বিতরণ করেছে কাপ্তাই থানা পুলিশ।

বুধবার বিকালে কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীনের নেতৃত্বে জনসচেতনতামুলক এ প্রচারণা পরিচালিত হয়। এসময় কাপ্তাই থানার ওসি তদন্ত আকতার হোসেন, এসআই কাজী গোলাম মহিউদ্দীন, বাংলাদেশ স্কাউটস এর উডব্যাজার ও কাপ্তাই উপজেলা স্কাউটস সাধারণ সম্পাদক মাহাবুব হাসান বাবু, উপজেলা স্কাউটস সহকারি কমিশনার জয়নাল আবেদীন সহ রেড ক্রিসেন্ট এর সদস্য এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে জনগণকে করোনা সংক্রমণ রোধে সচেতন করতে এবং সরকার ঘোষিত লকডাউনের বিধিনিষেধ মেনে চলতে মাইকিং এর মাধ্যমে সচেতন করেন ওসি নাসির উদ্দীন। এছাড়া তিনি সকলকে করোনা সংক্রমণ রোধে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পরামর্শ দেন।