|| নাজমুল হোসেন রনি ||
রাঙামাটি সদর উপজেলাধীন ২নং মগবান ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডে ১০কেজি করে ৭২ পরিবারের মাঝে ২য় পর্যায়ে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। বুধবার (৭ জুলাই) সকালে শহরের তবলছড়ির মগবান ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এসব অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ করেন সদর উপজেলা প্যানেল ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম।
এসময় মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুষ্প রঞ্জন চাকমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রসিদ এবং মগবান ইউনিয়নের ৯ ওয়ার্ডের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলাধার রাঙামাটির কাপ্তাই লেক।
প্রতিবছর ১মে থেকে ৩১জুলাই পর্যন্ত তিন মাস মাছের বংশ বিস্তার ও প্রাকৃতিক প্রজনন বাড়াতে কাপ্তাই লেকে মাছ ধরা বন্ধ রাখা হয়। সব ধরনের মাছ ধরা, বাজারজাতকরণ এবং পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে থাকে বিএফডিসি। এছাড়া কাপ্তাই লেকে নৌ-পুলিশের সহায়তায় বিএফডিসির নিয়মিত টহল অভিযান অব্যাহত রয়েছে।