বিলাইছড়ির দূর্গম এলাকায় সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা প্রদান

344

|| বিলাইছড়ি প্রতিনিধি ||

বৈশ্বিক চলমান করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য লক ডাউনে কর্মহীন হয়ে পরা দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিলাইছড়িতে সেনাবাহিনী কর্তৃক বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। রাঙামাটি রিজিয়ন এর আয়োজনে এবং ৬ বীর, বিলাইছড়ি জোন এর ব্যবস্থাপনায় ১নং বিলাইছড়ি ইউনিয়নের সাক্রাছড়ি মুখ পাড়া ও ডাউন পাড়ায় সোমবার (১২ জুলাই) এই বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

বিলাইছড়ি সেনাজোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ ইসরাত হোসেন পিএসসি এর নেতৃত্বে এবং ক্যাপ্টেন বদরুল হুদা আকরাম এর উপস্থিতিতে মোট ৪৫ পরিবারকে এই ত্রাণ দেওয়া হয়। ক্যাপ্টেন বদরুল হুদা আকরাম জানান, চলমান করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য সেনাবাহিনী প্রধানের নির্দেশে আমাদের রেশন থেকে বাচিয়ে আমরা সারাদেশে এই বিশেষ মানবিক ত্রাণ সহায়তা দিচ্ছি।

ত্রাণ সহায়তার মধ্যে পরিবার প্রতি চাউল ১ কেজি, ডাল ১ কেজি, ভোজ্য তৈল ১ লিটার, আলু ২ কেজি, পেঁয়াজ ১ কেজি, চিনি ৫০০ গ্রাম ও লবণ ৫০০ গ্রাম।