পাহাড়ের পিছিয়ে পড়া এলাকাকে প্রাধান্য দিয়ে প্রকল্প নেবে উন্নয়ন বোর্ড: চেয়ারম্যান নিখিল

404

॥ স্টাফ রিপোর্টার ॥

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেছেন, তিন পার্বত্য জেলার জনসাধারণের উন্নয়নে কাজ করার জন্যই উন্নয়ন বোর্ডের সৃষ্টি। আমি সেই উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষেই কাজ করবো। আমি যতদিন চেয়ারম্যান থাকবো পিছিয়ে পড়া এলাকাকে প্রাধান্য দিয়েই উন্নয়ন বোর্ডের প্রকল্প গ্রহণ করা হবে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়ার লক্ষ্যে যে গতিতে এগিয়ে যাচ্ছেন; আমাদের বিশ্বাস সেই লক্ষ্যপথে পাহাড়ের তিন জেলা বিশেষ বিবেচনায় থাকবে। প্রধানমন্ত্রীর নেক নজর, পাহাড়ের অভিভাক পার্বত্য মন্ত্রীর আশির্বাদ এবং নির্বাচিত এমপি মহোদয়গণের তত্ত্বাবধানে আমরা পার্বত্য এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালীদের জীবনমান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
শনিবার (১৭ জুলাই) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সাথে মিলিত হয়ে মতবিনিময় সভায় এই বক্তব্য দেন চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। উন্নয়ন বোর্ড চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পার্বত্য মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে গেলে চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান পার্বত্য মন্ত্রী। মন্ত্রীর বান্দরবানস্থ কার্যালয়ে এসময় সংক্ষিপ্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি- নবনিযুক্ত চেয়ারম্যান নিখিল কুমার চাকমার মত দক্ষ ব্যক্তিকে এই বোর্ডের চেয়াম্যানের পদে নিযুক্ত করে প্রধানমন্ত্রী সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে মত ব্যক্ত করেন। তিনি বলেন আমরা আশাকরি পার্বত্য এলাকার শান্তি শৃংখলা ও উন্নয়নে আগামী দিনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সঠিকভাবেই তাদের কর্মকান্ড পরিচালনা করতে পারবে।

অনুষ্ঠানে রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিং কিউ রোয়াজা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান আশীষ কুমার বড়–য়া, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, তিংতিং ম্যাসহ তিন পার্বত্য জেলার সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং গণমাধ্যম কমীরাসহ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।