কঠোর লকডাউনের দ্বিতীয় দিনেও কড়া অবস্থানে রাঙামাটি পুলিশ

338

।। মাহাদী বিন সুলতান ।।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত ২সপ্তাহের কঠোর লকডাউনের দ্বিতীয় দিনেও কড়া অবস্থানে রয়েছে রাঙামাটি জেলা পুলিশ। শনিবার (২৪ক) সকালে শহরের তবলছড়ি, রিজার্ভ বাজার, বনরুপা, কলেজ গেইট ও ভেদভেদী এলাকায় সতর্কতামূলক অভিযান পরিচালনা করেন, রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ। এসময় রাঙামাটি সদর থানার ওসি (ভারপ্রাপ্ত) মোঃ কবির হোসেনসহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

এসময় বিনা প্রয়োজনে চলাচল নিষিদ্ধ, স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান নিশ্চিত করা ও জনসাধারণের মাঝে করোনায় সচেতনতা বৃদ্ধিতে অভিযান পরিচালনা করা হয়। এবিষয়ে ওসি মোঃ কবির হোসেন বলেন, সরকারী নির্দেশনা অনুযায়ী এবং পুলিশ সুপার মীর মোদ্‌দাছছের হোসেন স্যারের তত্ত্বাবধানে আমরা লকডাউন নিশ্চিত করতে প্রতিটা সড়কে দিন-রাত টহল দিয়ে যাচ্ছি। এছাড়াও জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে ও প্রয়োজনে মাস্ক পরিধান করে চলাচলে সাহায্য করছি।