নানিয়ারচরে কৃষকদের মাঝে সার ও চারা বিতরণ

338

।। নানিয়ারচর প্রতিনিধি ।।

পাহাড়ি জমিতে “বছরব্যাপী পুষ্টি উন্নয়ন প্রকল্প” এর আওতায় রাঙামাটির নানিয়ারচর উপজেলায় চারা ও সার বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে নানিয়ারচর উপজেলা হর্টিকালচার সেন্টারের আয়োজনে স্থানীয় কৃষকদের মাঝে চারা এবং সার বিতরণ করেন, বনরুপা হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক কাজী শফিকুল ইসলাম।

এসময় নানিয়ারচর হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ মোঃ আল মামুন, সহকারী উদ্যানতত্ত্ববিদ বিমল খীসালি, গণমাধ্যমকর্মী সহ সুবিধাভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন। এবিষয়ে নানিয়ারচর উপজেলা উদ্যানতত্ত্ববিদ আল মামুন জানান, উপজেলার বিভিন্ন এলাকার ১৩জন সাধারণ কৃষকের মাঝে ১০টি সুন্দরী কুল, ১০টি কাষ্মীরি কুল, ৩০টি মাল্টা ও ২০টি করে বারী ৪ আমের চারা বিতরণ করা হয়। তিনি আরো জানান, সুবিধাভোগী এসব কৃষকের মাঝে ১৫কেজি টিএসপি, ১৫কেজি এমওপি, ২০কেজি ইউরিয়া ও ২০কেজি হারে জৈব সার বিতরণ করা হয়েছে। এছাড়াও সুবিধাভোগী এসব কৃষকদের মাঝে ছত্রাকনাশক, মাকড়নাশক, কীটনাশক ও স্প্রে মেশিন বিতরণ করা হয়।