ভ্যাকসিন না থাকায় রাঙামাটির তিন উপজেলায় করোনার টিকাদান বন্ধ

459

|| স্টাফ রিপোর্টার ||

রাঙামাটি জেলার তিন উপজেলায় টিকার স্টক না থাকায় টিকাদান কার্যক্রম বন্ধ রয়েছে। উপজেলাগুলো হচ্ছে, রাঙামাটি সদর, বিলাইছড়ি ও বরকল উপজেলা।

রাঙামাটির সিভিল সার্জন ডা: বিপাশ খীসা জানিয়েছেন, বর্তমানে এই ৩ উপজেলায় টিকার ষ্টক না থাকায় করোনার টিকাদান কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে আগামী ৭ জুলাই থেকে আবারো টিকা দেওয়া শুরু হবে।

এদিকে এ জেলায় করোনার প্রথম ধাক্কার তুলনায় ২য় ধাক্কায় আশংকাজনক হারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। ১০ উপজেলার মধ্যে কাপ্তাই উপজেলায় সর্বোচ্চ সংখ্যক রোগী সনাক্ত হয়েছে।