১৫ই আগষ্ট ও শোক দিবস উপলক্ষ্যে নানিয়ারচর প্রশাসনের প্রস্তুতিমূলক ভার্চুয়াল সভা

354

।। নানিয়ারচর প্রতিনিধি ।।

৫ই আগষ্ট, ৮ই আগষ্ট, ১৫ই আগষ্টের শোক দিবসসহ ইউনিয়ন পর্যায়ে করোনার গণটিকা প্রদান করতে নানিয়ারচর উপজেলা প্রশাসনের এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সকল দপ্তরের কর্মকর্তাদের স্ব-স্ব অবস্থানে থেকে যোগদানের মাধ্যমে ভার্চুয়াল এই সভায় সভাপতিত্ব করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হাওলাদার, নানিয়ারচর জোন প্রতিনিধি মনু মিয়া সরকার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুয়েন খীসা, নানিয়ারচর উপজেলা রিসোর্স সেন্টার অফিসার মোঃ সরওয়ার কামাল, সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ও প্রধান শিক্ষক এবং জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ভার্চুয়াল এই সভায়, উপজেলা প্রশাসনের আয়োজনে ৫ই আগষ্টে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী, ৮ই আগষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী, ১৫আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস-২০২১ এবং নানিয়ারচরের ৪টি ইউনিয়নে গণটিকা প্রদান কার্যক্রমে হাতে নেওয়া বিভিন্ন অনুষ্ঠানের কর্মসূচি ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এবিষয়ে নানিয়ারচর উপজেলা রিসোর্স সেন্টার অফিসার মোঃ সরওয়ার কামাল জানান, উপজেলা প্রশাসন আয়োজিত ৫, ৮ ও ১৫ই আগষ্ট এর ৩টি দিবসে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (কলেজ) পর্যায়ের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, হামদ/নাত ভার্চ্যুয়াল প্রতিযোগিতা, কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

তিনি আরো জানান, প্রামাণ্যচিত্র প্রদর্শন, বগাছড়ি আশ্রয়ন প্রকল্পের নির্মিত ঘরগুলোর আঙ্গিনায় বৃক্ষরোপণ, দুস্থ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ এবং বিভিন্ন এলাকায় অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। এছাড়াও অনুষ্ঠানে আগামি ৭ই আগষ্ট থেকে ১১ই আগষ্ট পর্যন্ত প্রতিটা ইউনিয়ন পর্যায়ে গণটিকা প্রদান করা হবে বলেও জানান তিনি।