|| রাজস্থলী প্রতিনিধি ||
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙালহালিয়া বাজারে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে সাজা প্রাপ্ত আসামী ও গাজা ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার বেলা ১ টায় তাদের আটক করে। আটককৃতরা হলো রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের ইসলামপুর এলাকার জমাত মিয়ার ছেলে ওসমান (৪০) ও চন্দ্রঘোনা এলাকার আব্দুর সহিদের ছেলে আবদুর রসিদ (৪২) চন্দ্রঘোনা থানার পুলিশ সুত্রে জানা যায়, আবদুর রসিদ একজন সাজা প্রাপ্ত আসামী।
অপরদিকে আসামী ওসমান বাজারে ৭০ গ্রাম গাজা বিক্রি করার সময় হাতে নাতে ধরা পরে। তার বিরুদ্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে শনিবার রাঙামাটি কোর্টে আসামীদের সোপর্দ করা হয়েছে বলে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান।