শোক দিবস ঘিরে বরকল সীমান্তের দুঃস্থ পরিবারে বিজিবির খাদ্য সামগ্রী বিতরণ

359

স্বাধীনতার মহান স্থপতি বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে স্বাস্থ্য বিধি মেনে ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) এর আওতাধীন বরকল সীমান্ত এলাকায় ৬০টি গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় প্রতি পরিবারের জন্য ০৫ কেজি চাল, ০১ কেজি ডাল, ০১ কেজি চিনি, ০১ প্যাকেট সেমাই এবং ০১ লিটার ভোজ্য তৈল বিতরণ করা হয়। ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) কর্তৃক জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নানাবিধ কর্মসূচী যথাযথভাবে পালনের অংশ হিসেবে এই খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচীর আয়োজন করে।

এছাড়াও বর্তমানে দেশব্যাপী করোনা কালীন সময়েও সীমান্ত এলাকায় বসবাসরত অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রান সামগ্রী সহায়তা প্রদানের ধারা অব্যাহত রেখেছে। সীমান্ত এলাকায় মানবিক সহায়তা প্রদানের পাশাপাশি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে ব্যাটালিয়ন অধিনায়ক, ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) আশাবাদ ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তি