জাতীয় শোক দিবস ঘিরে শেখ রাসেল স্মৃতি পাঠাগারের দোয়া মাহফিল

432

॥ স্টাফ রিপোর্টার ॥

১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহিদদে প্রতি শ্রদ্ধা ও আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে শেখ রাসেল স্মৃতি পাঠাগার।

রোববার (১৫ আগস্ট) সন্ধ্যায় ভেদভেদীস্থ শেখ রাসেল স্মৃতি পাঠাগারে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন শেখ রাসেল স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি রিটন বড়–য়া। এসময় আরো উপস্থিত ছিলেন- পাঠাগারের উপদেষ্টা ফজলুল হক (ফজলু), সহ-সভাপতি ফজলুল করিম, সাধারণ সম্পাদক এইচ এম আলাউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক বিটু বড়–য়া, সদস্য- মো. আলমগীর, মো. আজগর।

এছাড়াও সারাদিন ব্যাপি বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে জাতীয় শোক দিবস পালন করেছে শেখ রাসেল স্মৃতি পাঠাগার। তারা সকাল ০৭টায় জাতীয় ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচীর সূচনা হয়। এরপর কালো বেইজ ধারণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং সকল শহীদদেও স্বরণে ১মিনিট নিরবতা পালন করা হয়।