উঁচু পাহাড় ফুরমোনের পাদদেশে একশ’ চারা রোপণ করলেন ডিসি

350

॥ মঈন উদ্দীন বাপ্পী ॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ ও জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে রাঙামাটির পর্যটন সম্ভাবনাময়ী সবচেয়ে উঁচু পাহাড় ফুরোমন শত বৃক্ষে সাজানো হলো। মঙ্গলবার (১৭আগষ্ট) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করে। কর্মসূচির উদ্বোধন করেন- রাঙামাটির জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জন্ম শতবার্ষিকী উপলক্ষে রাঙামাটির সবচেয়ে বড় ৬ কিলোমিটার দৈর্ঘ্যর উঁচু পাহাড়ে শত বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এই পাহাড়ে বৃক্ষ রোপণের মূল উদ্দেশ্যে হলো- পাহাড়টিকে পর্যটন সম্ভাবনাময় দৃষ্টি নন্দন এলাকা হিসেবে গড়ে তোলা। ভবিষ্যতে পাহাড়টিকে ঘিরে পর্যটন নগরী গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জেলা প্রশাসক জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম দক্ষিন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ, পুলিশ সুপার মীর মোদদাছছেছর হোসেন, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরা উপমা এবং মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম প্রমুখ।