প্রেসক্লাবের সভাপতির জিম্মায় মুক্ত সাংবাদিক মিলটন বড়ুয়া

348

॥ স্টাফ রিপোর্টার ॥

জায়গা সংক্রান্ত মামলায় আটক সাংবাদিক মিলটন বড়ুয়া জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (১৯আগষ্ট) রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল এর জিম্মায় তাকে বিজ্ঞ আদালত জামিন প্রদান করে। সম্প্রতি জায়গা সংক্রান্ত একটি মামলায় সাপ্তÍাহিক পাহাড়ের সময়ের সম্পাদক সাংবাদিক মিলটন বড়ুয়া ষড়যন্ত্রমুলকভাবে যুক্ত করা হয়, যদিও তিনি এ বিরোধের কোনো পক্ষ নন বরং তার বক্তব্য অনুযায়ী তিনি সংবাদ সংগ্রহের কাজে গিয়ে ফেঁসে গেছেন। মামলায় আটক হয়ে কারাগারে ছিলেন তিনি। সাংবাদিক মিল্টন বড়–য়া মুক্তি পাওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় জেল গেটে তাকে স্বাগত জানান, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল।

এসময় আরও উপস্থিত ছিলেন, রাঙামাটি প্রেস ক্লাবের সদস্য ও এসএ টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি প্রেস ক্লাবের সদস্য ও বাংলানিউজটোয়েন্টিফোর ডট কম এর জেলা প্রতিনিধি সাংবাদিক মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক মানবকন্ঠ এর জেলা প্রতিনিধি নুরুল আমিন মানিক, সাপ্তাহিক পাহাড়ের সময় এর কর্মরত সাংবাদিক পলাশ চাকমা এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি শাখার লাইফ মেম্বার পারভেজুল ইসলাম সুমন প্রমুখ। সাংবাদিক মিল্টন বড়–য়া তাঁর জামিন লাভে যারা সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।