রাঙামাটি সফরে পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের সচিব

426
??? ?????-??????’? ??????? ????????? ????? ???????? ????

॥ এম নাজিম উদ্দীন ॥

চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন প্রকল্প পরিদর্শনে বুধবার রাঙামাটি সফরে আসেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম। সূচি অনুযায়ী জানা যায়, বুধবার বিকাল ১০টায় পাচবিম সচিব সড়ক পথে রাঙামাটির উদ্দেশ্যে রওয়ানা দিয়ে রাতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রেষ্ট হাউজে রাত্রি যাপন করবেন।
বৃহস্পতিবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করবেন, এরপর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন প্রকল্প পরিদর্শন করবেন।

সূচি অনুযায়ী সকাল ১০টায় পার্বত্য চট্টগ্রাম প্রত্যন্ত অঞ্চলের অস্বচ্চল ও প্রান্তিক পরিবারের নারী উন্নয়নে কাপ্তাই উপজেলায় গাভী পালন প্রকল্প পরিদর্শন, সকাল ১১টায় রাঙামাটি সদর উপজেলাধীন শান্তিধাম বৌদ্ধবিহার হতে পিগ ফার্ম পর্যন্ত রাস্তা নির্মাণ প্রকল্প পরিদর্শন, বেলা আড়াইটায় কাপ্তাই উপজেলার বড়ইছড়িতে মারমা কাউন্সিল ছাত্রাবাসের সম্প্রসারণ কার্যক্রম পরিদর্শন এবং সাড়ে তিনটায় কাপ্তাইয়ে পার্বত্য চট্টগ্রাম পল্লী উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) পরিদর্শন করবেন।

পরের দিন শুক্রবার সকাল ৯টায় রাঙামাটি জেলা প্রশাসনের কর্মকর্তা ও সাড়ে ১০টায় জেলা পরিষদ সদস্য ও কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এরপর জেলা জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্প পরিদর্শন করবেন। সকাল সাড়ে ১১টায় সদর উপজেলাধীন লেকার্স স্কুল ও বনরূপা আলিফ মার্কেট সংযোগ সেতু নিমার্ণ প্রকল্প পরিদর্শন,দুপুর সাড়ে ১২টায় এসআইডি ও সিসিআরপি প্রকল্প পরিদশর্ন, বেলা আড়াইটায় কাউখালী উপজেলার বেতবুনিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার সংলগ্ন অডিটরিয়াম ও ছাত্রাবাস নিমার্ণ কাজের অসমাপ্ত কাজ পরিদর্শন ও বেতবুনিয়া কেন্দ্রীয় জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার অসমাপ্ত কাজ পরিদর্শন করবেন।

শনিবার সকাল ১০টায় এসআইডি-সিএইচটি প্রজেক্টের রাঙামাটি সদরের বোধিপুরে সোলার এবং ওয়াটার সাপ্লাই প্রকল্প পরিদর্শন করবেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম এর সফর সঙ্গী হিসাবে থাকা কথা রয়েছে সচিবের একান্ত সচিব নুসরাত জাহান, পিএমআর পোগ্রাম অফিসার তৌফিকুল ইসলাম ও ইউএনডিপির সিআইডি-সিএইচটি প্রজেক্টের আইটি এসোসিয়েট এ এ মং।