নানিয়ারচরে কৃষকদের মাঝে প্রশিক্ষণ ও প্রদর্শনী উপকরণ বিতরণ

359

।।নানিয়ারচর প্রতিনিধি।।

রাঙামাটির নানিয়ারচরে লেবু জাতীয় ফসল সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে প্রশিক্ষণ ও কৃষি প্রদর্শনী উপকরণ বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ।

শনিবার সকালে উপজেলা কৃষি কার্যালয়ে প্রদশর্নীভুক্ত কৃষকদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী প্রশিক্ষণ ও কৃষি প্রদর্শনী উপকরণ বিতরণ করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ উইং, ডিএই খামারবাড়ি, ঢাকা) কৃষিবিদ কাজী আব্দুল মান্নান।

রাঙামাটি কৃষি বিভাগের উপ-পরিচালক কৃষ্ণ প্রশাদ মল্লিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, রাঙামাটি কৃষি অঞ্চলের কৃষিবিদ ড. এ. কে. এম নাজমুল হক, ডিটিও তপন কুমার পালসহ নানিয়ারচর উপজেলা কৃষি অফিসার টিপু সুলতান প্রমূখ। এসময় এলাকার কিষাণ কিষাণীদের মাঝে লেবু জাতীয় চারা (মাল্টা) ও সারসহ বিভিন্ন প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়।