কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল ইউনিট চালু

379

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চালু হলো ডেন্টাল ইউনিট। ফলে কাপ্তাই উপজেলার বাসিন্দারা এখন থেকে এই স্বাস্থ্যকেন্দ্রে দাঁতের চিকিৎসাও নিতে পারবে। এর মধ্যে গত শনিবার দাঁতের চিকিৎসার ব্যবহৃত ডেন্টাল চেয়ারসহ বিভিন্ন সরঞ্জাম হাসপাতালে এসেছে। বর্তমানে চলছে ডেন্টাল ইউনিট প্রতিস্থাপনের কাজ।

কাপ্তাই স্বাস্থ্য কেন্দ্রের ডেন্টাল চিকিৎসক ডাঃ শিবলু দেব প্রতিবেদকে জানান, তিনি এই হাসপাতালে যোগদানের দীর্ঘ ৮ মাস হলেও ডেন্টাল চিকিৎসার সরঞ্জাম না থাকার ফলে শুধুমাত্র রোগীদের পরামর্শসেবা কিংবা প্রাথমিক চিকিৎসা সেবা ছাড়া কোন চিকিৎসা দিতে পারতেন না। বর্তমানে কাপ্তাই স্বাস্থ্য কেন্দ্রে ডেন্টাল চিকিৎসার সরঞ্জাম আসার ফলে শীঘ্রই ডেন্টাল ইউনিটের মাধ্যমে তিনি রোগীদের দাঁতের চিকিৎসা শুরু করতে পারবেন। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

এদিকে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ওমর ফারুক রনি ডেন্টাল ইউনিট চালুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পূর্বে কাপ্তাই স্বাস্থ্য কেন্দ্রে ডেন্টাল চিকিৎসক থাকলেও চিকিৎসার সরঞ্জাম না থাকায় রোগীদের চিকিৎসাসেবা দিতে সমস্যা হতো। বর্তমানে ডেন্টাল ইউনিট চালু হওয়ার ফলে এই সমস্যা আর থাকবেনা।

এদিকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ডেন্টাল ইউনিট চালু হওয়ার খবরে এলাকাবাসী আনন্দিত হয়ে জানায়, পূর্বে তাদের এলাকার বাইরে গিয়ে অনেক অর্থ ব্যয় করে দাঁতের চিকিৎসা নিতে হতো, কিন্তু বর্তমানে কাপ্তাই স্বাস্থ্যকেন্দ্রে ডেন্টাল ইউনিট চালু হওয়াতে তাদের দুঃখ কষ্ট লাঘব হয়েছে এবং তারা এখানেই চিকিৎসা নিতে পারবে।