কাপ্তাইয়ে শোভাযাত্রা ছাড়াই উদযাপিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব

422

|| কাপ্তাই প্রতিনিধি ||

করোনা সংক্রমণ রোধে গত বছরের ন্যায় এবারও কাপ্তাই উপজেলায় শোভাযাত্রা ছাড়াই উদযাপিত হচ্ছে সনাতন ধর্মালম্বীদের জন্মাষ্টমী উৎসব। প্রতিবছর জন্মাষ্টমীতে শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসব পালন করা হলেও করোনা সংক্রমন রোধে গত বছরের মতো এবারও স্বাস্থ্যবিধি মেনে মন্দিরে মন্দিরে পুজা, গীতাপাঠ ও প্রার্থনার মাধ্যমে জন্মাষ্টমী উদযাপন করা হচ্ছে বলে জানিয়েছে কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ।

সোমবার কাপ্তাইয়ের বিভিন্ন মন্দিরে গিয়ে দেখা যায়, জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় বিধি মেনে মন্দিরে পূজা, গীতাপাঠ ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সুবর্ণ ভট্টাচার্য ও সাধারন সম্পাদক উৎপল ভট্টাচার্য জানান, সরকারি নির্দেশনা মেনে করোনা সংক্রমনের কারনে এবছর বড় কর্মসূচী বাতিল করা হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে কাপ্তাইয়ের বিভিন্ন মন্দিরে বিশ্ব শান্তি কামনায় ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে পুজা, সন্ধ্যা আরতি, গীতাপাঠের আয়োজন করা হয়েছে।

অপরদিকে, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু কাপ্তাইবাসী সহ সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান এবং ভক্তদের অবশ্যই মন্দিরে মাস্ক পরিধান করে আসার পাশাপাশি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন।