জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়ি পোনামাছ অবমুক্ত

373

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥

‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। রবিবার সকালে খাগড়াছড়ি জেলা পরিষদ হর্টি কালসার পার্কের লেকে বিভিন্ন প্রজাতির এই পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

এ সময় পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: বশিরুল হক ভূঞা, নির্বাহী কর্মকর্তা টিটন খীসা,মৎস্য বিভাগের আহবায়ক ও খাগড়াছড়ি পাজেপ সদস্য শতরূপা চাকমা,সদর উপর চেয়ারম্যান মো: শানে আলম,খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা ও জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন কমিটির সদস্য সচিব ড. মঈন উদ্দিন আহমদ অংশ নেন।

এতে খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য এমএ জব্বার,রে¤্রাচাই চৌধুরী,খোকনেশ^র ত্রিপুরা, মাঈন উদ্দিন,নিলোৎপল খীসা,মেমং মারমা,হিরণ জয় ত্রিপুরাসহ জেলা মৎস্য অফিসের অধিনস্থ কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথিসহ আগতরা হার্টি কালসার পার্কে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করেন। এছাড়াও জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন কমিটির পক্ষ থেকে “জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ৭দিন নানা কর্মসূচীর হাতে নেওয়া হয়েছে।