নানিয়ারচরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা

345

।। নানিয়ারচর প্রতিনিধি ।।

রাঙামাটির নানিয়ারচরে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভার সভাপতিত্ব করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী। এসময় উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, থানা অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান, নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব, নানিয়ারচর জোন প্রতিনিধি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মনু মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূয়েন খীসা, উপজেলা পল্লী সঞ্চয় উন্নয়ন ব্যাংক শাখা ব্যবস্থাপক পামির দেওয়ানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, হেডম্যান-কার্বারী ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আইনশৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন ও পূর্বের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানান এবং করোনাকালীন সময়ে জনগণের জন্য জনপ্রতিনিধিদের বিগত কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। এসময় নানিয়ারচর থানা ওসি মোঃ সাব্বির রহমান বলেন, উপজেলায় নারী নির্যাতন বেড়ে গেছে। গত এক বছরে নানিয়ারচর থানার ৮টি মামলার মধ্যে ৪টিই নারী নির্যাতন মামলা হয়েছে। এসময় তিনি মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে হয়রানী না করারও অনুরোধ জানান।

বক্তব্যে নির্বাহী অফিসার শিউলি রহমান বলেন, নারী নির্যাতন, মাদক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধিদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। এসব বিষয়ে তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করবেন। সভা শেষে উপজেলা পল্লী সঞ্চয় উন্নয়ন ব্যাংক শাখা কর্তৃক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগকে ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে একটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়।