কাউখালীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস পালন

701

P...3

কাউখালী সংবাদদাতা, ২৭ নভেম্বর ২০১৫, দৈনিক রাঙামাটি :  নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস উপলক্ষে বে-সরকারী উন্নয়ন সংস্থা আর এইচ স্টেপের আয়োজনে কাউখালী উপজেলায় র‌্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইপসার হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আর এইচ স্টেপ যুব ইয়ুথ ফোরামের সভানেত্রী জান্নাতুল মাওয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মিসেস আফিয়া আখতার। এছাড়া কাউখালী উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মিস এ্যানি চাকমা (কৃপা)। কাউখালী উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মো. ওমর ফারুক। আর এইচ স্টেপ এন জি ও’র কাউখালী শাখার ম্যানেজার তুহিন চাকমা প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন আর এইচ স্টেপ এন জি ও’র ইয়ুথ ফোরাম নেত্রী রোমানা আক্তার।

আলোচনা অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশ পৃথিবীর ৮ম জনবহুল দেশ। দেশের আয়তনের তুলনায় জনসংখা অধিক, কিন্তু জনসংখ্যার অর্ধেক নারী এই নারীর প্রতি বাংলাদেশে যে হারে প্রতিদিন নির্যাতন, সহিংসতা দেখা যায় তা সত্যি দুঃখ্যজনক  লজ্জাজনক। আমাদের এসব থেকে দূরে সড়ে আসতে হবে নারীকে সম্মান করতে হবে পারিবারিকভাবে শিক্ষা গ্রহন করতে হবে। কোন প্রকার নারীর প্রতি সহিংসতা দেখানো যাবে না। নারী পুরুষ উভয় উভয়কে সম্মান দেখাতে হবে তা হলে আমাদের সমাজে পরিবারে নারী নির্যাতন  নারীর প্রতি সহিংসতা আস্তে আস্তে কমে যাবে বলে বক্তারা আলোচনা অনুষ্টানে তাদের এই অভিমত প্রকাশ করেন। আলোচনা অনুষ্ঠান শেষে পরে আর এইচ স্টেপ এন জি ও’র নিজস্ব  শিল্পীগোষ্ঠি দ্বারা এক মনোমুগ¦কর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান