এই সরকারের সময় দুর্গম পল্লীগুলোও বিদ্যুতের আলোয় ঝলমল করছে: দীপংকর তালুকদার এমপি

350

॥ স্টাফ রিপোর্টার ॥

বর্তমানে জনগণের সরকার ক্ষমতায় থাকায় প্রত্যন্ত পাহাড়ি পল্লীগুলো ধারাবাহিকভাবে বিদ্যুতের আলোয় আলোয় আলোকিত হয়ে উঠছে। সড়ক, ব্রিজ, কালভার্ট নির্মানের ফলে এখানে পাহাড়বাসী জনগণের জীবনমান উন্নত হচ্ছে। তিনি বলেন, জনগণের সুখে-দুঃখে পাশে থাকে আওয়ামী লীগ। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনমুখী উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের ফলে আজ সারা দেশের পাশাপাশি দূর্গম পার্বত্য চট্টগ্রাম এলাকার জনসাধারণও উন্নয়নের সুফল ভোগ করছে। কথাগুলো বলেন, খাদ্য মন্ত্রনালয় স¤পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

তিনি শনিবার (১১ সেপ্টম্বর) রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর ব্যাঙছড়ি মারমা পাড়ায় মুজিব শত বর্ষ উপলক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙামাটি জেলা পরিষদের সহযোগিতায় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে দেওয়া নির্মিত ঘর হস্তান্তর, সম্প্রসারিত বিদ্যুৎ লাইন উদ্বোধন এবং এলজিইডির অর্থায়নে ব্যাঙছড়ি মারমা পাড়ার সংযোগ সড়কে নব নির্মিত আর সি সি গার্ডার ব্রিজ এর নির্মাণ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ এর সভাপতিত্বে ব্যাঙছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োতি উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, সদস্য দীপ্তিময় তালুকদার, সদস্য প্রিয়নন্দ চাকমা, তিন পার্বত্য জেলা বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক উজ্জ্বল বড়ুয়া, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কাপ্তাই উপজেলা পরিষদের মহিলা ভাইস

চেয়ারম্যান উমেচিং মারমা, এলজিইডি রাঙামাটির নির্বাহী প্রকৌশলী আবু তালেব চৌধুরী, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন, রাঙামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী থোয়াইচিং মারমা, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল, কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী আশফাকুর রহমান মুজিব, মেসার্স এস এস ট্রেডার্স এর স্বত্তাধিকারী মোঃ জসিম উদ্দিন প্রমুখ।