রাঙামাটি এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবু তালেবের বিরুদ্ধে মন্ত্রণালয়ে দূর্নীতির অভিযোগ

701
আসামবস্তি সড়কের একাংশ ও নির্বাহী প্রকৌশলী আবু তালেব। ছবি- সংগ্রহীত

২২ সেপ্টেম্বর ২০২১, ঢাকা ব্যুরো অফিস, দৈনিক রাঙামাটি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রাঙামাটি জেলার দায়িত্বে নিয়োজিত নির্বাহী প্রকৌশলী আবু তালেবের বিরুদ্ধে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব বরাবরে দুর্নীতির অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়, পার্বত্য জেলা রাঙামাটির পৌর এলাকার ভেদভেদী-আসামবস্তি-তবলছড়িসহ বরাদম সড়ক ও এর সংযোগ সড়কগুলোর উন্নয়নের জন্য মনগড়া প্রকল্প গ্রহণ করে নির্বাহী প্রকৌশলী আবু তালেবের সহায়তায় পূর্ণ কাজ শেষ না করে নামে মাত্র কাজ করে নিয়োজিত ঠিকাদাররা ও প্রকৌশলীরা ভাগাভগি করে বিল তুলে নেয়। এতে উল্লেখিত সড়কে এলাকার সাধারণ জনগণ ও পর্যটকদের চলাচলে দুরবস্থার সৃষ্টি হয়। ২০১৭ সাল থেকে উল্লেখিত সড়ক এবং এর সংযোগ সড়কগুলোয় এমন অবস্থা বিরাজমান রয়েছে। অভিযোগে আরো বলা হয়, স্থানীয় কয়েক জন ঠিকাদার রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রকৌশলী আবু তালেবের সহায়তায় এমন দুর্ণীতির কর্মকান্ড চালাচ্ছেন।

জানা গেছে, দুর্গম পাহাড়ি এলাকার বাসিন্দাদের যোগাযোগ সুবিধা, পর্যটন শহর রাঙামাটির অভ্যন্তরীণ সড়কগুলোয় ভারী যানবাহন চলাচলের উপযোগী করে গড়ে তুলতে ব্যাপকহারে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করতে উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি কর্তৃপক্ষ। এ প্রকল্পে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির অর্থায়নে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে আসামবস্তী-কাপ্তাই সড়ক দুইলেন করণ এবং ৪ কোটি টাকা ব্যয়ে তবলছড়ি-ভেদভেদী সংযোগ সড়কে ৪৮ মিটার দৈর্ঘ্যের ব্রীজ নির্মাণ কাজ শুরু করা হয়। এই সড়ক মেরামত ও ব্রীজ নির্মাণকাজ শেষ হলে রাঙামাটি শহরের সাথে কাপ্তাই ও ভেদভেদীর সাথে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হওয়ার পাশাপাশি পর্যটন সেক্টরেও সম্ভাবনার দ্বার উম্মোচন হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এরি অংশ হিসেবে ২০ অক্টোবর ২০২০, শহরের আসামবস্তি-কাপ্তাই সড়কসহ তবলছড়ি-ভেদভেদী সংযোগ সড়কের ব্রীজ স্থাপনে প্রায় ৩৪ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার।

উল্লেখিত প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানের ছবি। ছবি- সংগ্রহীত
উল্লেখিত প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানের ছবি। ছবি- সংগ্রহীত

এরপর গণমাধ্যমে সমালোচনাসহ প্রকল্পটি যে, অপ্রয়োজনীয় ও দুর্ণীতির মাধ্যমে সরকারের অর্থ অপচয় এবং নিজেদের মধ্যে সরকারী অর্থ ভাগাভাগির একটি কর্মজগ্য তা ১২ অক্টোবর ২০২০ তারিখে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলীর বরাবরে অভিযোগ করে জানানো হয়। স্থানীয় জনগণের পক্ষে মো. সাইফুল ইসলাম সেলিমসহ মোট ৬জন এ অভিযোগপত্রে স্বাক্ষর করেন। অভিযোগে বলা হয়, রাঙামাটি বিজিবি গেইটে ১১ কোটি টাকা ব্যয়ে ৯৬ মিটার একটি ব্রীজ নির্মাণ করা হচ্ছে যা সরকারী অর্থ লুটপাট করার উদ্দেশ্যে। অথচ একই স্থানে মাত্র ৫০ লক্ষ টাকা ব্যয় করে রাস্তার দুই ধারে প্রতিরোধ ওয়াল নির্মাণ করলে একই উদ্দেশ্য বাস্তবায়ন হয়ে রাষ্টের ১০ কোটি টাকার সাশ্রয় হতো। এছাড়া ৪ কোটি টাকা ব্যয়ে তবলছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের রাস্তার উপর ৪৮ মিটার লম্বা ব্যীজ নির্মাণ করার প্রকল্প নেয়া হয়েছে। যার কোনো প্রয়োজন নেই। এখানেও ৫০ লক্ষ টাকার একটি কার্লভাট নির্মাণ করে দিলে উদ্দেশ্য পুরণ হতো।
অন্যদিকে সেতু নির্মাণের জায়গা নিজের দাবি করে কাজ বন্ধ করতে নিষেধাজ্ঞা চেয়ে ২৯ সেপ্টেম্বর ২০২০, রাঙ্গামাটি দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন স্থানীয় বাসিন্দা রাঙামাটির সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সেলিম। তিনি অভিযোগ করেন, তার পুকুরের বাঁধ কেটে প্রকল্প কর্তৃপক্ষ সেতু নির্মাণ করছে। মামলায় অভিযুক্তরা হচ্ছেন এলজিইডির রাঙ্গামাটি নির্বাহী প্রকৌশলী আবু তালেব চৌধুরী, সদর উপজেলা প্রকৌশলী, ঠিকাদার ও ঠিকাদারের প্রতিনিধি।
গত ১৯ সেপ্টেম্বর ২০২১ তারিখের অভিযোগে রাঙামাটি পৌরসভার ৫নং ওয়ার্ডের মেকিং চাকমাসহ ৫জন স্বাক্ষর করেন। এ অভিযোগপত্রে বলা হয়, সরকারী কোষাগারের অর্থ অপচয় এবং লুটপাটের উদ্দেশ্যে ভেদভেদী-আসামবস্তি-তবলছড়িসহ বরাদম সড়ক ও এর সংযোগ সড়কগুলোর উন্নয়নের নামে নেয়া এ প্রকল্পের কাজ সময় মত শেষ না করায় এলাকার সাধারণ মানুষের ভোগান্তি এখন চরম পর্যায় পৌঁছেছে। তরা এর দ্রæত সমাধান চান। একই সাথে কর্তৃপক্ষের কাছে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী আবু তালেবের দুর্নীতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।

শামীমুল আহসান
ঢাকা ব্যুরো প্রধান, নৈনিক রাঙামাটি