নারীর ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে জুরাছড়িতে তিনদিনের কর্মশালা

481

॥ জুরাছড়ি প্রতিনিধি ॥

উইম্যানস ভয়েস এন্ড লিডারশিপ- বাংলাদেশ প্রজেক্ট এর আওতাধীন নারীর প্রতি ক্ষমতায়ন” প্রোগ্রাম প্রোগ্রেসিভ আয়োজনে তিনদিন ব্যাপী ইয়ুথ লাইফ স্কিল ট্রেনিং আজ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা। মানুষের জন্য ফাউন্ডেশন এর সহায়তায় গ্রোবাল অ্যাফেয়ার্স কানাডা অর্থায়নে জেলাপরিষদ হলরুমে এলাকার কিশোরীদের নিয়ে এসব ট্রেনিং অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রবর্তক চাকমা বলেন, বেসরকারী উন্নয়ন সংস্থা প্রোগ্রেসিভ যেভাবে নারীর ক্ষমতায়ন নিয়ে প্রত্যন্ত এলাকায় কাজ করে যাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। এজন্য তিনি প্রোগ্রেসিভ কে ধন্যবাদ জানান।

তিনি কিশোরীদের উদ্দেশ্য করে বলেন,শুধু ট্রেনিং করলে হবেনা,পড়াশুনার পাশাপাশি এটিও একটি অংশ,তাই একজন কিশোরীর কিকি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে এ ট্রেনিং এর মাধ্যেমে ট্রেনিং কর্মকর্তারা হাতে কলমে শিখিয়েছেন,এগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারলে ভবিষ্যতে অনেক সাফাল্য বয়ে আনবে। তিনদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তন্বী দেওয়ান,স্টীনা চাকমা,জোনাকি চাকমা প্রমূখ।