কাপ্তাইয়ে স্যানিটারি ইন্সপেক্টর’র ভেজাল বিরোধী অভিযান

394

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের কেপিএম আবাসিক এলাকার সিনেমাহল বাজারে মনিটরিং ও ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. ইলিয়াছ।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে সিনেমা হলের বিভিন্ন দোকানে গিয়ে মেয়াদ উত্তীর্ণ ৬ কেজি আড়ং তরল দুধ জব্দ করে জনসাধারণের উপস্থিতিতে ধ্বংস করেন এবং স্বাস্থ্য সনদ বিহীন ব্যবসায়ীদের নোটিশের মাধ্যমে সতর্ক করে দেন। এছাড়া তিনি ব্যবসায়ীদের সাথে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এসময় স্থানীয় ইউপি সদস্য মাঈন উদ্দীন, স্বাস্থ্যকর্মী মহসীন উপস্থিত থেকে ভেজাল বিরোধী এই অভিযানে সহযোগীতা করেন। এবিষয়ে কাপ্তাই উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. ইলিয়াছ জানান, কাপ্তাইয়ে নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে এবং মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল খাদ্য ধ্বংসে প্রতিনিয়ত অভিযান চলমান থাকবে।