॥ কাপ্তাই প্রতিনিধি ॥
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেছে কাপ্তাই থানা পুলিশ। মঙ্গলবার (৫ অক্টোবর) বিকালে কাপ্তাই থানা কার্যালয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, অর্থ সম্পাদক উত্তম মল্লিক, সাংস্কৃতিক সম্পাদক ঝুলন দত্ত, কাপ্তাই লগগেইট জয়কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি সমীর প্রসাদ ধর, মিশন আদি নারায়ণ বৈদান্তিক গীতা পূজা মন্ডপের সাধারণ সম্পাদক সন্তোষ দাশ, মিশন সিদ্ধেশ্বরী কালি মন্দির পূজা মন্ডপের সাধারণ সম্পাদক জগদীশ দাশ, সহ সভাপতি দিলীপ চৌধুরী, কেপিএম কয়লার ডিপু হরি মন্দির পরিচালনা কমিটির অর্থ সম্পাদক সজল রায়, শিলছড়ি দূর্গা মন্দিরের সহ সভাপতি রূপন কান্তি দাশ, কাপ্তাই ব্রিকফিল্ড পূজা মন্ডপের সাধারণ সম্পাদক কাজল দাশ সহ বিভিন্ন ব্যক্তি উপস্থিত ছিলেন।
কাপ্তাইয়ে সুন্দর, সুশৃঙ্খল পরিবেশে এবং সরকারি নির্দেশনা অনুযায়ী শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে কাপ্তাই থানা পুলিশ, কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদ এবং মন্দির কমিটির প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।