খাগড়াছড়িতে সেনা-পুলিশের হামলার নিন্দা করে ঢাকায় সমাবেশ

491

PCP DHAKA...3

ঢাকা ব্যুরো অফিস, ২৯ নভেম্বর ২০১৫, দৈনিক রাঙামাটি :

জাতিসংঘ ঘোষিত ‘ফিলিস্তিন সংহতি দিবসের’ সাথে  একাত্মতা প্রকাশ করে আজ সন্ধায় প্রেসক্লাবের সামনে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) রাজধানীতে সমাবেশ করেছে। এতে ফিলিস্তিন জনগণের ন্যায্য আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন  জ্ঞাপন করা হয়েছে এবং  ইসরায়েলকে  দখলদারিত্ব পরিহার করে ‘স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র’ স্বীকৃতি দেয়ার জন্য আহবান জানানো হয়েছে। পিসিপি’র সমাবেশ থেকে খাগড়াছড়িতে সেনা-পুলিশি হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে।

সমাবেশে পিসিপি সভাপতি সিমন চাকমার সভাপতিত্বে  বক্তব্য রাখেন ইউপিডিএফ কেন্দ্রীয় সদস্য সচিব চাকমা,জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম ,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক ইমরান হাবিব রুমন,ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ,ছাত্র গণমঞ্চের সাধারণ সম্পাদক নূর সুমন,গণতান্ত্রিক যুব ফোরামের নেতা বরুন চাকমা। সভা পরিচালনা করেন পিসিপি সাধারণ সম্পাদক বিপুল চাকমা।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামেও ফিলিস্তিনের মত পরিস্থিতি বিরাজ করছে। ভূমি আগ্রাসন ও দমন-পীড়নের ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রাম যেন ফিলিস্তিনেরই প্রতিচ্ছবি । এখানে ইহুদি বসতি সেটলারদের মত বাঙালি সেটলাররাও ভূমি বেদখল করছে, আর সেনা-প্রশাসন তাতে মদদ দেয়, নিরাপত্তা বাহিনী প্রতিনিয়ত দমন-পীড়ন চালাচ্ছে, পাহাড়িরা নিজ বাসভূমিতে পরবাসী মত জীবন যাপন করতে বাধ্য হচ্ছে ।

আজ সকালে খাগড়াছড়িতে আট গণসংগঠন
আয়েজিত ‘ফিলিস্তিন সংহতি সমাবেশে’ হামলার নিন্দা জানিয়ে বক্তারা বলেন, সেনা-প্রশাসন খাগড়াছড়িতে যেভাবে একের পর এক সভা-সমাবেশে হামলা করছে, তা কেবল ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনের ওপর হামলা নয়; সেটি গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকারের ওপরও বড় ধরনের আঘাতস্বরূপ।

বক্তারা অভিযোগ আরও করে বলেন, সেনা-পুলিশের আজ আট সংগঠনের কর্মসূচিতে হামলা বেয়নেট চার্জ-লাঠিপেটা করে ১৪জনের অধিক নেতা-কর্মীকে আহত এবং হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমা ও এইডব্লিএফ নেত্রী দ্বিতীয়া চাকমাকে আটক করে। বক্তরা অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

নেতৃবৃন্দ বলেন, আজ খাগড়াছড়িতে ‘ফিলিস্তিন সংহতি’ সমাবেশের মত নিরীহ কর্মসূচিতে সেনা-পুলিশের হামলার মধ্য দিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের ভন্ডামী ও প্রতারণার মুখোশ ষোল আনা খুলে পড়েছে।।

সমাবেশ শেষে মিছিল হয়,মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে এসে শেষ হয়।

সম্পাদনা- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান