রাঙামাটিতে শিশু সপ্তাহ ঘিরে ইয়ুথের শিক্ষা উপকরণ বিতরণ

528

॥ স্টাফ রিপোর্টার ॥

“শিশুদের জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি” প্রতিপাদ্যে রাঙামাটিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ’২১ উপলক্ষে প্রতিবছরের ন্যায় স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ও ইয়ুথ মোস্তফা কামাল ফাউন্ডেশনের উদ্যোগে অর্ধ শতাধিক সুবিধাবঞ্চি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে রাঙামাটি শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর। ইয়ুথের পরিচালক মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় ও আয়োজক কমিটির আহ্বায়ক রূপম তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মিসেস অর্চনা চাকমা, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. হান্নান।

প্রধান অতিথির বক্তব্য জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর বলেন- শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, কিন্তু রাঙামাটিতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে তেমন কেউ কাজ করেনা। তাই ইয়ুথের কার্যক্রম অব্যশ্যই প্রশংসার দাবিদার। তিনি আগামীতে ইয়ুথের কার্যক্রমে পাশে থাকার আশ্বাস দেন।