॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
রাঙামাটির নানিয়ারচরে ঐতিহ্যবাহী ইসলামপুর ভাই ভাই ক্লাবের ১৬তম ফুটবল ট্যুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ইসলামপুর আর্মি ক্যাম্প সংলগ্ন মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শান্তির পায়রা উঠিয়ে উদ্বোধনী ঘোষণা করেন, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।
এসময় প্রধান অতিথি বলেন, ইসলামপুর ভাই ভাই ক্লাব একটি ঐতিহ্যবাহী ক্লাব। প্রতি বছর ক্লাবটি ট্যুর্ণামেন্টের আয়োজন করে থাকে। কিছুদিন আগে এই মাঠটি উপজেলা পরিষদ থেকে সংস্কার করে দেওয়া হয়েছে। আগামীতে খেলাধুলা এবং খেলোয়াড় বান্ধব যে কোন উন্নয়নমূলক কাজেও নানিয়ারচর উপজেলা পরিষদ পাশে থাকবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হাওলাদার, উপজেলা ক্রীড়া সম্পাদক ইন্দ্র দাশ রিপন, স্থানীয় ইউপি সদস্য মোঃ নুর ইসলাম, ইসলামপুর ভাই ভাই ক্লাবের সভাপতি নুর আলম নিজাম, সাধারণ সম্পাদক মোঃ আবু জাফর প্রমূখ। উদ্বোধনী খেলায় খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার চুঙ্গাছড়ি ফ্রেন্ডস একাদশ কে ৪/০ গোলে হারিয়ে একই উপজেলার সিংঘিনালা রেবিং স্পোটিং ক্লাব জয়লাভ করে।