রাঙামাটিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের প্রতিবাদ সভা

588

|| স্টাফ রিপোর্টার ||

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ ৪ বছর থেকে হ্রাস করার উদ্যোগ বন্ধ করতে এবং আইইবির ষড়যন্ত্রের প্রতিবাদ সহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত পেশাগত সমস্যার সমাধানে ৪দফা দ্রুত বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ, রাঙামাটি জেলা শাখার উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় রাঙামাটি আইডিইবি কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আহবায়ক প্রকৌশলী মো. ফজলুর রহমান খান। রাঙামাটি আইডিইবির সভাপতি বাবু নিরঞ্জন নাথ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আইডিইবির কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী জাফর আহমেদ সাদেক, বাংলাদেশ সড়ক ও জনপদ ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী মুমিনুল ইসলাম, রেলওয়ে ডি. পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মোবারক হোসেন, প্রোফেশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মাহফুজুর রহমান, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ রাঙামাটি জেলার সভাপতি প্রকৌশলী মো. এরশাদুল হক মন্ডল।

স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী শেখ জামাল হোসেন। প্রতিবাদ সভায় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত প্রতিশ্রুতি ও নির্দেশনা মোতাবেক পেশাগত সমস্যা সমূহ ১দশকেও সমাধান না করে, উল্টো ডিপ্লোমা ইঞ্জিনায়ারদের জাতীয় ও আন্তর্জাতিক মান কেড়ে নিতে এ কোর্সের মেয়াদ ৪ বছর থেকে কমিয়ে ৩ বছরের শর্ট কোর্স করতে শিক্ষা মন্ত্রণালয়ের সম্প্রতি উদ্যোগের ক্ষুব্দ প্রতিক্রিয়া জানান।