শেখ রাসেলের জন্মদিন ঘিরে শিশু একাডেমির নানা আয়োজন

351

॥ স্টাফ রিপোর্টার ॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশে শিশু একাডেমি কর্তৃক প্রকাশিত বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক প্রদর্শনী, শিশু প্রতিনিধির অনুভূতি, আলোচনা সভা, শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত জেলা পর্যায়ের রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং প্রশিক্ষণার্থী শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা কালচারাল অফিসার মুজিবুল হক বুলবুল। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মিসেস অর্চনা চাকমা। আলোচনায় বক্তারা শেখ রাসেলের জীবনী সম্পর্কে আলোচনা করেন এবং বর্তমান প্রজন্মকে শেখ রাসেলের মত তারুণ্য দীপ্ত ও আত্মবিশ্বাসী হয়ে উঠতে আহ্বান জানান।

আলোচনা সভার পর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। পরে প্রশিক্ষণার্থী শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।